পাবনায় সম্প্রতি পুলিশ সুপার হিসেবে নিযুক্ত হয়েছেন কুড়িগ্রামের বিদায়ী পুলিশ সুপার মহিবুল ইসলাম খান। দায়িত্বগ্রহণের পরপরই জেলার আইনশৃঙ্খলা ঠিক রাখতে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছেন তিনি।
মোটর সাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার ও তিনজন আরোহী হওয়া থেকে বিরত রাখতে সতর্ক করা হয়েছে সবাইকে।
আজ (০২ ডিসেম্বর) পাবনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম এর দিকনির্দেশনায় পাবনা সদর, ঈশ্বরদী উপজেলা এবং কাশিনাথপুরে ট্রাফিক অফিসার এবং ফোর্সদের নিয়ে অভিযান পরিচালনা করা হয় ৷
উক্ত অভিযানে হেলমেট বিহীন মোটর সাইকেল চালকদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মোট ৯৯ টি মামলা দায়ের করা হয় এবং ১১ টি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।
পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিয়েই এহেন অভিযান চালানোই অভিবাদন জানিয়েছে পাবনা জেলার সাধারণ জনগণ। এ ধরনের অভিযান নিয়মিত চালিয়ে যাবে বলেই আশা ব্যাক্ত করেছেন সবাই।
Leave a Reply