পাবনা সদরে পানিতে ডুবে নিরু নামের ১২ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (১৭ মে)দুপুরের দিকে পাবনা সদরের জুবলি ট্যাংকের পানিতে ডুবে এই ঘটনা ঘটেছে।
নিরুর বাড়ী যশোর জেলায়, বাবা চাকরি করে পাবনা পল্লী বিদ্যুৎ অফিসে। নিরু কালেক্টর স্কুলে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। স্কুলের পিকনিকে এসে সে বন্ধুদের সাথে পানিতে নামলে সাতার না জানায় পানিতে ডুবে যায়। পরবর্তীতে উদ্ধার কর্মীরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
Leave a Reply