করোনার এই মহাসংকটে যখন সাধারণ মানুষের পক্ষে প্রতিদিনের খাদ্য সংগ্রহ করায় কঠিন হয়ে দাঁড়িয়েছে,তখন পাবনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মল্লিক মিলন মাহমুদের উদ্যোগে পাবনা জেলার ঈশ্বরদীতে কয়েক শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলার ছলিমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রায় ৩৫০ জনের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এ বিষয়ে পাবনা জেলা ছাত্রলীগ নেতা মল্লিক মিলন মাহমুদ বলেন “দেশরত্ন শেখ হাসিনা’র আহ্বানে, বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আল নাহিয়ান খান জয় এবং বিপ্লবী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশে এবং পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি ও সাধারণ সম্পাদক মোঃ শিবলী সাদিক ও পাবনা জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফিরোজ আলী‘র অনুপ্রেরনায় মল্লিক পরিবারের অর্থায়নে পাবনা জেলাছাত্রলীগ এর পক্ষ থেকে ঈশ্বরদী ছলিমপুর ইউনিয়নে স্বল্পআয়ের (৩৫০টি) পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ।
আমি সংকট- সংশয়ে সাধারন মানুষের পাশে ছিলাম, আছি ইনশাআল্লাহ্ ভবিষ্যতেও থাকবো।”
Leave a Reply