বাংলাদেশ আওয়ামীলীগের অন্যতম অঙ্গসংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের পাবনা জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে আহম্মেদ শরীফ ডাবলু কে সভাপতি ও মোঃ রুহুল আমিন কে সাধারণ সম্পাদক করা হয়েছে। আগামী তিন বছরের জন্য পাবনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ-এর নতুন কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটি। দশ সদস্য বিশিষ্ট অনুমোদিত কমিটিতে তিন জন সহ সভাপতি, দুই জন যুগ্ম সাধারণ সম্পাদক ও তিন জন সাংগঠনিক সম্পাদক রয়েছে।
সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু গতকাল ২৬ নভেম্বর দিবাগত রাতে এই কমিটি অনুমোদন করেন।
নবগঠিত কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করেছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ।
এদিকে পাবনা জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি,সম্পাদক ছাড়াও বাকিরা সবাই এক সময় স্থানীয় ছাত্রলীগের শীর্ষ পদে অধিষ্ঠিত ছিলেন বলে জানা গিয়েছে।
Leave a Reply