পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ মে) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন।
এ সময় নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, লেখাপড়া ও চরিত্র গঠনের মধ্য দিয়ে নিজেদের সেইভাবে গড়ে তুলতে হবে, যাতে বিশ্বে রোল মডেল হতে পারে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষা ও গবেষণায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সামনের দিকে এগিয়ে যাবে।
উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের ডীন, শিক্ষক, কর্মকর্তা, অভিভাবক, শিক্ষার্থী, সাংবাদিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে নতুন শিক্ষার্থীদের বরণ করে নেন উপাচার্য।
Leave a Reply