পাবনা-৪ আসনের নির্বাচনে গত দুইদিন ধরে এক থমথমে অবস্থা বিরাজ করছিলো।গত সোমবার উপজেলা আওয়ামীলীগ অফিসের সামনে ঈশ্বরদী পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র মিন্টু গ্রুপ এবং পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসাহাক মালিথা গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাধে।এতে এই দুই নেতা সহ তাদের প্রায় ২০ জন কর্মী-সমর্থক আহত হোন।সংঘর্ষের পর থেকেই ঈশ্বরদীতে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।
গতকাল মঙ্গলবার পাবনায় জেলা নেতৃবৃন্দ উভয় নেতাকে ডেকে মিমাংসা করে দেন।
আজ সকালে জেলা পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে এই দুই নেতা একত্রে ঈশ্বরদীতে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন।এসময় উভয় পক্ষের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ঈশ্বরদী আওয়ামীলীগ কার্যালয় থেকে গণসংযোগ কার্যক্রম শুরু করে স্টেশন রোড,কলেজ রোড ও বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে গণসংযোগ করেন।
এসময় পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু ও ইসাহাক আলী মালিথা ছাড়াও উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন, পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, জেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক শিবলী সাদিক, জেলা যুবলীগের সাবেক সভাপতি শরীফুদ্দিন প্রধান,ব্যবসায়ী নেতা শফিকুল ইসলাম বাচ্চু,ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ রানা,ঈশ্বরদী পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন সোহাগ সহ কয়েক হাজার নেতাকর্মী।
Leave a Reply