পাবনা-৪ আসনের উপনির্বাচনে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক তিনবারের উপজেলা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস।ঈশ্বরদী উপজেলার চেয়ারম্যান পদ ছেড়ে উপনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে বিজয়ী হয়েছেন তিনি।
উপজেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত তথ্যে পাবনা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নুরুজ্জামান বিশ্বাস নৌকা প্রতিকে ২ লাখ ৩৯ হাজার ৯২৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ধানের শীষ প্রতিকে হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ৫ হাজার ৫৭৬ ভোট। আর জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতিকে রেজাউল করিম খোকন পেয়েছেন ৩ হাজার ৭৪ ভোট।
নির্বাচন অফিস সূত্র আরও জানায়, দুই উপজেলার ১২৯ কেন্দ্রের মধ্যে ঈশ্বরদীর ৮৪টি ভোট কেন্দ্রে নৌকা প্রতিক ভোট পেয়েছেন ১ লক্ষ ৪৯ হাজার ২৮৪ ভোট, ধানের শীষ ৪ হাজার ৫১ ভোট, লাঙ্গল প্রতিক ১ হাজার ৩৪৬ ভোট।
অপর দিকে আটঘড়িয়া উপজেলার ৪৫টি ভোট কেন্দ্রে নৌকা প্রতিক ৯০ হাজার ৬৪০ ভোট, ধানের শীষ ১ হাজার ৫২৫ ভোট এবং লাঙ্গল প্রতিক ১ হাজার ৭২৮ ভোট পেয়েছেন। দুই উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৮১ হাজার ১১২ জন।
প্রসঙ্গত, সরকারদলীয় সংসদ সদস্য,সাবেক মন্ত্রী ও পাবনা জেলা আওয়ামীলীগের সভাপতি শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুজনিত কারণে শূন্য ঘোষণা হয় পাবনা-৪ আসনটি। এ আসনে উপনির্বাচন দেওয়া হলে প্রার্থী হতে আওয়ামীলীগের মনোনয়ন কেনেন ২৭ জন,বিএনপির ২ জন ও জাতীয় পার্টির একজন।আওয়ামীলীগের মনোনয়ন পান আওয়ামী লীগের পাবনা জেলার সহ-সভাপতি নুরুজ্জামান বিশ্বাস, বিএনপির হাবিবুর রহমান হাবিব ও জাতীয় পার্টির রেজাউল করিম খোকন।
Leave a Reply