পাবনা-৪ উপনির্বাচনে মনোনয়ন প্রত্যাশী আওয়ামীলীগ নেতা বুদুর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে!পাবনা-৪ আসনে মনোনয়ন প্রত্যাশী এড. রবিউল আলম বুদুর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। আজ শনিবার (৬ জুন ২০২০) এই আওয়ামীলীগ নেতার করোনা রিপোর্ট প্রতিবেদকের হাতে এসে পৌঁছেছে।
উল্লেখ্য কিছুদিন আগে এড. রবিউল আলম বুদু করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হোন। এ সময় ঈশ্বরদী – আটঘরিয়ায় রবিউল আলম বুদুর করোনা হয়েছে বলে গুজব ছড়িয়ে পরে। অবশ্য তার কর্মী সমর্থকরা বরাবরই এটিকে মিথ্যাচার ও ষড়যন্ত্র দাবি করে সামাজিক মাধ্যমে এড. রবিউল আলম বুদুর সাধারণ ঠান্ডা জ্বর হয়েছে বলে প্রচার চালাতে দেখা যায়।উল্লেখ্য পাবনা-৪ আসনে সদ্য প্রয়াত সংসদ সদস্য ও সাবেক ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে আসনটি শূন্য হওয়ায় উক্ত আসনের উপনির্বাচনে এড. রবিউল আলম প্রার্থী। এড. রবিউল আলম রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতা ছিলেন।আইনজীবী নেতা হিসেবেও দেশব্যাপী তার সুনাম রয়েছে।
Leave a Reply