পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে শিক্ষক, শিক্ষার্থীদের উপস্থিতিতে আইপিএল/ বিপিএল আদলে নিলামের মাধ্যমে খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত।
২২ জানুয়ারি,২০২৩ রবিবার পাবিপ্রবি গণিত বিভাগ কর্তৃক আয়োজিত “Mathematics Premier league-2023” (MPL) টুর্নামেন্ট এর নিলাম দুপুর ১২.৩০ থেকে ৩.৩০ পর্যন্ত অনুষ্ঠিত হয়।
৩৮জন ব্যাটসম্যান ,২১ জন অলরাউন্ডার ,৬ জন বোলার মিলে মোট ৩ ক্যাটাগরিতে ৬৪ জনের নিলাম অনুষ্ঠিত হয়। MPL-2023 টুর্নামেন্টে মোট ৪ টি দল গঠন করা হয়। প্রতি দলে পৃথকভাবে চারজন স্যার সহ চারজন প্রতিনিধি প্রতিনিধিত্ব করবেন।
প্রতিটি দলের প্রতিনিধি ৩০০ পয়েন্ট হাতে রেখে নিজের পছন্দ মতো পয়েন্ট ভেঙ্গে খেলোয়াড় নির্বাচন করেন। প্রতিনিধি জামিউল হক মোট ২৯১ পয়েন্ট ভেঙ্গে ১৫ জন, প্রতিনিধি আল আমিন রহমান জয় ২৯৬ পয়েন্ট ভেঙ্গে ১৪ জন , শরিফুজ্জামান নয়ন ২৯৯ পয়েন্ট ভেঙ্গে ২১ জন এবং সুরুজ মিয়া আপেল মোট ৩০০ পয়েন্ট ভেঙ্গে ১৫ জন খেলোয়াড় বাছাই করেন। এতে সর্বোচ্চ ১২০ পয়েন্ট ভাঙ্গিয়ে অলরাউন্ডার ফয়েজ আহমেদ কে প্রতিনিধি জামিউল হক তার দলে নেন।
MPL-2023 টুর্নামেন্ট নিয়ে বিভাগের শিক্ষক মো: রফিকুল ইসলাম , সহকারী অধ্যাপক (ফলিত গণিত) এর সাথে কথা বললে তিনি জানান, “ডিজিটাল পদ্ধতিতে বিভাগে প্রথমবারের মত নিলাম যা আমি খুব উপভোগ করেছি। অত্যন্ত গুছানো ভাবে নিলাম প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ। বেশ ভালো লাগছে আমরা শিক্ষকরাও অংশগ্রহণ করছি। মাদকমুক্ত সমাজ ব্যাবস্থা ও পাশাপাশি শরীর-মনকে সুস্থ রাখার জন্য খেলাধুলার বিকল্প নাই । আশা করছি টুর্নামেন্টটি সুন্দর ও সুশৃঙ্খল ভাবে সম্পন্ন হবে।”
MPL-2023 টুর্নামেন্ট এর আয়োজক কমিটি এস. এম. নাঈম ইবনে রহমানের সাথে টুর্নামেন্ট নিয়ে কথা বললে তিনি জানান, “ডিপার্টমেন্টে ১ম বারের মত ডিজিটালভাবে এতো গোছানো নিলাম সম্পন্ন করতে পারাটা আসলেই একটি স্বার্থকতার বিষয়। খুবই অল্প সময়ের মধ্যে আমাদেরকে পুরো ইভেন্টটা সেটআপ করার জন্য অনেক চ্যালেন্জ নিতে হয়েছে। উক্ত সময়ে ১২তম ব্যাচের ফয়েজ এবং হাসিব যথেষ্ট সহযোগিতার পরিচয় দিয়েছে। সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। এই টুর্নামেন্ট এর মাধ্যমে আমাদের নিজেদের মধ্যোকার বন্ধনটা আরো জোরালো থাকবে।”
উল্লেখ্য পুরো নিলাম প্রক্রিয়া মাল্টিমিডিয়া প্রজেক্টর এর মাধ্যেমে অনুষ্ঠিত হয়েছে। এবং MPL-2023 টুর্নামেন্টটি ০৭-০৩-২০২৩ থেকে ১২-০৩-২০২৩ পর্যন্ত পাবিপ্রবি সেন্ট্রাল মাঠে অনুষ্ঠিত হবে।
Leave a Reply