পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের মাঝে রঙ্গিন পোশাক, অর্থ ও খাদ্য বিতরণ করেছেন উক্ত বিশ্ববিদ্যালয়ের কতিপয় তরুন শিক্ষার্থীবৃন্দ।
এ সময় ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদের ছুটিতেও ক্যাম্পাসে ছুটে আসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেখ রাসেল,নাইমুর নাহিদ ইমন ও টিপু আগরওয়াল। এ সময় বিশ্ববিদ্যালয়ের স্বল্প আয়ের কর্মচারীদের মাঝে ও তাদের পরিবারের জন্য ঈদের রঙ্গিন পোশাক, পাঞ্জাবি, শাড়ী,থ্রি পিচ, খাদ্য সামগ্রীসহ নগদ অর্থ তুলে দেন।
এ সময় নাইমুর নাহিদ ইমন বলেন, বিশ্ববিদ্যালয়ের এই মানুষজনই ক্যাম্পাসের প্রাণ। প্রতি বছরের ন্যায় এবারো আমাদের উদ্দেশ্য ছিলো এই সকল অসহায়দের মুখে হাসি ফুটানো। তারই অংশ হিসেবে আমি ও আমার সতীর্থদের এই আয়োজন করি। আমাদের এই ধারা সবসময় অব্যাহত থাকবে। সকলের দোয়া কামনা করি মহান আল্লাহ তায়লার আমরা যেন এদের পাশে সবসময় থাকতে পারি।
এ সময় আবেগ আপ্লুত বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের পরিচ্ছন্নতাকর্মী মেহের মোল্লা জানান, “এই মামা গো আশায় প্রতি বছর চাইয়া থাকি, তারা ঈদ আসলে আমাগো কথা চিন্তা কইরা ছুটে আসে। আল্লাহ তাগো বাচায় রাখুক,অনেক বড় মানুষ বানাক, আল্লাহর কাছে সেই দোয়া করি।
Leave a Reply