(০১/০৯/২০২১) : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ বুধবার নতুন পাঁচজন সহকারী প্রক্টর দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রক্টরগণ হলেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নূর আলম, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. হাফিজুর রহমান, ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক ড. শরিফুল হক, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক মো. আশিকুর রহমান অভি এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. আরিফুল ইসলাম।
সকাল ১১ টায় প্রক্টর ড. মো. হাসিবুর রহমানের নেতৃত্বে সহকারী প্রক্টরগণ বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ স্মারক ম্যুরাল ‘জনক জ্যোতির্ময়’ এ ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন। শ্রদ্ধাজ্ঞাপন শেষে প্রক্টর হাসিবুর রহমান বলেন, প্রক্টরিয়াল বডির সবাইকে নিয়ে বিশ্ববিদ্যালয়ে চলমান শিক্ষার সুন্দর পরিবেশ ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য সবসময় সচেষ্ট থাকবো। বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীল করার জন্য আমাদের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাবো।
এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর মো. আশরাফুল ইসলাম, মো. ফারুক আহমেদ, মো. আতাউজ্জামান, খালেদা আক্তার ও মো. ইব্রাহিম খলিল।
Leave a Reply