পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক রিলেটেড সংগঠন সলভার গ্রিন এর উদ্যোগে ইন্ট্রা ইউনিভার্সিটি প্রেজেন্টেশন কম্পিটিশন প্রোগ্রাম এর আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার ১৯ জানুয়ারি ২০২৩ইং তারিখে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গ্যালারি ০১ কক্ষে প্রেজেন্টেশন কম্পিটিশন অনুষ্ঠিত। এদিন ১ম রাউন্ডের কম্পিটিশন সম্পন্ন হয়।
বিভিন্ন বিভাগের ভিন্ন ভিন্ন সেশনের শিক্ষার্থীদের সম্বনয় করে ৬ টিম এই প্রেজেন্টেশন কম্পিটিশনে অংশগ্রহণ করে।
টিম গুলো হলো, Team:
DBA-ASA, Game of slide, Non stop, Badri 313, Grayffinidors and Tech Shark.
প্রেজেন্টেশন কম্পিটিশন এর বিষয়টি হলো সাসটেইনেবল ডেভেলপমেন্ট। সকল টিম ফরমাল ড্রেসআপে অংশগ্রহণ করে এবং সম্পূর্ণ প্রেজেন্টেশন ইংলিশে অনুষ্ঠিত হয়।
সলভার গ্রিন সংগঠন এর পক্ষ থেকে প্রতিটি টিমের মেম্বার দের ভার্সিটি লোগো ও সলভার গ্রিনের লগো সম্বলিত রিং দেওয়া হয়।
জানা যায়, আগামী বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সেকেন্ড রাউন্ড এবং ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে, যার মাধ্যমে জাজ’রা চ্যাম্পিয়ন টিম নির্বাচন করবেন।
Leave a Reply