পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সাব্বির আহাম্মাদ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সবাইকে ও তার নিজ এলাকা ঈশ্বরদীবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই নেতা বাংলাদেশ সারাবেলা এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট সবাইকে নিজ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ,পাবিপ্রবি শাখার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন “বিশ্ববিদ্যালয় করোনা পরিস্থিতিতে অনেক দিন ধরেই বন্ধ রয়েছে। একজন ছাত্রলীগ ও শেখ হাসিনার কর্মী হিসেবে চেষ্টা করেছি সবার খোঁজ খবর রাখতে।এই কঠিন অবস্থায় আল্লাহর কাছে প্রার্থনা করি যেন বিশ্ববিদ্যালয় পরিবারের সবাই সুস্থভাবে আবারও এক সাথে হাসি আড্ডায় মেতে উঠতে প্রিয় শিক্ষাঙ্গনে ফিরে আসতে পারি।
অন্যদিকে বাংলাদেশ সারাবেলা এর মাধ্যমে নিজ এলাকা পাবনা জেলার ঈশ্বরদীবাসীকে সদ্য প্রয়াত সাবেক ভূমি মন্ত্রী ও পাবনা জেলা আওয়ামীলীগের সভাপতি শামসুর রহমান শরীফ ডিলু এর পুত্র ও আওয়ামীলীগ নেতা গালিবুর রহমান শরীফ এর পক্ষে ঈদ শুভেচ্ছা জানান সাব্বির আহাম্মাদ।
বাংলাদেশ সারাবেলা এর মাধ্যমে ঈদ শুভেচ্ছা দিয়ে তিনি বলেন ” পাবনা জেলার এক অবিসংবাদিত নেতা সকলের প্রিয় ডিলু চাচা। উনার মৃত্যুতে আমরা হারিয়েছি এক মুজিব প্রেমী, রাজনৈতিক নক্ষত্রকে।আল্লাহ উনাকে জান্নাতবাসী করুক। একই সাথে আমার নেতা গালিবুর রহমান শরীফ ভাইয়ের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানায়।”
এদিকে সরকারি বিধিনিষেধ মেনে ঈদ উৎসব উৎযাপনের ও সামাজিক দূরত্ব মেনে চলতে সবাইকে অনুরোধ করেছেন এই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এর শীর্ষ নেতা।
Leave a Reply