পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে বর্তমান দেশে ডেঙ্গু মশার প্রকোপ বেড়ে যাওয়ায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এ ডেঙ্গু নিধন কর্মসূচী এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ক্লিন ক্যাম্পাস কর্মসূচী পালন করা হয়।
আজ সকাল ১১ টায় প্রথম আলো বন্ধুসভার সদস্যবৃন্দ এই ককর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং উক্ত কর্মসূচি অনুযায়ী ক্যাম্পাস এ বিভিন্ন স্থানে যর্ততর্ত ময়লা আবর্জনা পরিষ্কার করেন এবং নির্দিষ্ট ডাস্টবিনে ফেলেন। যে সকল স্থান থেকে ডেঙ্গু মশার প্রকোপ বৃদ্ধি পেতে পারে সে সকল স্থান পরিষ্কার পরিচ্ছন্ন করেন এবং জমে থাকা পানি পরিষ্কার করেন।
উক্ত কর্মসূচি বাস্তবায়নে কাজ করেন
স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক- মোঃ শাহিন আলম স্বাধীন, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক- মোঃ রায়হান ,প্রচার সম্পাদক- মোঃ হাবিবুল্লাহ ,ম্যাগাজিন সম্পাদক- তামিম লিমু,বইমেলা সম্পাদক-রওনক জাহান, প্রিয়া দাস,কার্যনির্বাহী সদস্য-হাফিজুর রহমান, কার্যনির্বাহী -তনুশ্রী রানী ঘোষ ,ফাতিহাতুল কুবরা,মিন শাহরিয়ার রহমান নিলয়, আবীর হাসান মেহেদী,অর্নব, আব্দুল্লাহ আল নূর, রেহনুমা সহ আরো অনেক বন্ধু অংশগ্রহণ করেন।
ক্লিন ক্যাম্পাস ডেঙ্গু মশা নিধন কর্মসূচী সম্পর্কে পাবিপ্রবি বন্ধু সভার সভাপতি টিপু আগারওয়াল বলেন,পাবিপ্রবি বন্ধুসভার সকল বন্ধুদের নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে জমে থাকা পানির বোতল,উচ্ছিষ্ট ময়লা আবর্জনা পরিষ্কার করি। পাবিপ্রবি বন্ধুসভা বিগত দিনের ন্যায় আগামীতেও এমন ভালো কাজের কর্মসূচি অব্যাহত থাকবে।
সাধারণ সম্পাদক খালিদ হাসান জানান,পাবিপ্রবি বন্ধুসভা আয়োজিত একটি ভালো কাজের অংশ হিসেবে আমরা ক্লিন ক্যাম্পাস ও ডেঙ্গু মশা নিধন কর্মসূচির সম্পন্ন করি। সমগ্র ক্যাম্পাস প্রদক্ষিন করে আমরা ১০ ব্যাগের মতো ময়লা,বোতল,উচ্ছিষ্ট আবর্জনা সংগ্রহ করি। নিজেদের ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখতে এমন কর্মসূচি আমাদের প্রতি নিয়ত অব্যাহত থাকবে ইনশাল্লাহ।
Leave a Reply