আজ বুধবার ৩০ নভেম্বর সকাল ১১ ঘটিকায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি ফরিদুল ইসলাম বাবুকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নিয়েছেন পাবিপ্রবি শাখা ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা।
পাবিপ্রবি শাখা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি ফরিদুল ইসলাম বাবুর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের আনন্দ উচ্ছ্বাস দেখা দেয়। এ সময় পাবিপ্রবি শাখা ছাত্রলীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে আনন্দ র্যালি বের করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে ফুলের শুভেচ্ছা দিয়ে নবনির্বাচিত সভাপতিকে বরণ করে নেওয়া হয়। এ সময় নবনির্বাচিত সভাপতিসহ সদ্য প্রকাশিত কমিটির নবনির্বাচিত যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুজ্জামান সৌরভ,যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ রাফাত বিন ইসলাম শোভন,সাংগঠনিক সম্পাদক মোঃহামিদুর রহমান শামীম, সাংগঠনিক সম্পাদক শেখ আলমিন অন্ত বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্যালে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন। শ্রদ্ধার্ঘ নিবেদন শেষে নবনির্বাচিত সভাপতি ফরিদুল ইসলাম বাবুসহ অন্যান্যরা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড হাফিজা খাতুনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় নবনির্বাচিত সভাপতি ফরিদুল ইসলাম বাবুসহ সবাই মাননীয় উপাচার্য অধ্যাপক ড হাফিজা খাতুনকে ফুলেল শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বিনিময় শেষে ফরিদুল ইসলাম বাবু জানান- প্রথমেই এই অর্পিত দায়িত্বের জন্য মহান সৃষ্টিকর্তা এবং জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই। পাবিপ্রবি শাখা ছাত্রলীগ একটি ঐক্যবদ্ধ ইউনিট। জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে পাবিপ্রবি শাখা ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী সবসময় অপশক্তির বিরুদ্ধে সোচ্চার থাকবে এই অঙ্গীকার ব্যাক্ত করছি। সেই সাথে আগামীতে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন, গনতন্ত্র, সমৃদ্ধ ধারাকে অক্ষুন্ন রাখতে এবং আগামী নির্বাচনে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্য অতীতের ন্যায় রাজপথে দেখে কাজ করে যাবে। পাবিপ্রবি শাখা ছাত্রলীগ হবে একটি মডেল ছাত্রলীগ।
Leave a Reply