করোনায় আক্রান্ত হয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( পাবিপ্রবি ) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পবিত্র কুমার বিশ্বাস।
গতকাল (১০ জুন) তার সাথে বাংলাদেশ সারাবেলা থেকে যোগাযোগ করা হলে করোনা পজিটিভ হওয়ার বিষয়টি তিনি নিশ্চিত করেন।
এ বিষয়ে তিনি জানান , বিগত কিছুদিন যাবত জ্বর, ঠান্ডায় অসুস্থ হয়ে পড়েছিলেন এবং গতকাল রাজশাহী সিটি কর্পোরেশন এর অধিনে র্যাপিড এন্টিজেন টেস্ট বুথ থেকে তিনি করোনা টেস্ট করিয়েছেন।
সেখানে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।
করোনায় আক্রান্ত পাবিপ্রবি’র শিক্ষার্থী পবিত্র কুমার বিশ্বাসের গ্রামের বাড়ি রাজশাহী শহরের বোয়ালিয়া থানার অন্তর্গত সাগরপাড়ায়।
জানা গেছে ডাক্তারি পরামর্শে উক্ত শিক্ষার্থী বর্তমানে ১৪ দিনের হোম আইসোলেশনে আছেন।
Leave a Reply