শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন জমি বিক্রি করে ছেলের চিকিৎসা, পাশে দাঁড়ালেন তারেক রহমান বর্ষা বন্দনা: প্রকৃতি এবং জনজীবন কয়রার মহারাজপুরে ভিডব্লিউবি সঞ্চয় নিয়ে গুজব, চক্রান্তের মুখে চেয়ারম্যান মাহমুদ নোবিপ্রবিতে শিক্ষক বাদশা মিয়ার স্থায়ী বহিষ্কারের দাবিতে মশাল মিছিল সাহসী সাংবাদিকতার জন্য পুরস্কৃত হলেন গোবিপ্রবি প্রেসক্লাবের সাবেক সভাপতি লিটু দুর্নীতি-অনিয়ম ঠেকিয়ে স্বচ্ছতার দৃষ্টান্ত রেখে গেলেন ইউএনও রুলি বিশ্বাস নোবিপ্রবিতে শিক্ষক নিয়োগ বিতর্কে নেপথ্যে যা জানা গেল হামলার শিকার নোবিপ্রবি শিক্ষার্থী, ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে নোবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল বাকেরগঞ্জে বিএনপির সদস্য নবায়ন সভায় হামলা, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছবি ভাঙচুর ছাত্র-জনতার উপর হামলার আসামি হারুন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, আতঙ্কে এলাকাবাসী জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে যবিপ্রবির ফিজিওথেরাপি বিভাগে দোয়া মাহফিল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে “কুইজ ও আলোচনা সভা” অনুষ্ঠিত 

পিরোজপুরের তরুণীর প্রেমের ফাঁদে লন্ডন প্রবাসী নিঃস্ব

বিশেষ প্রতিবেদন
  • আপডেট টাইম : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৬৬ ০০০ বার

প্রেমের ফাঁদে ফেলে প্রবাসীর লক্ষাধিক টাকা সহ সর্বস্ব হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠছে পিরোজপুরে বাসিন্দা এক তরুণী শিল্পীর বিরুদ্ধে। অভিযুক্ত অনিকা আক্তার বর্তমানে পরিবারসহ বরিশাল নগরীর সিএন্ডবি ১ নং পোল এলাকার একটি ভাড়ার বসবাস করছেন। তিনি বিভিন্ন শিল্পী গোষ্ঠির সাথে সহযোগী শিল্পী হিসেবে গান করেন।

সম্প্রতি এই তরুণীর বিরুদ্ধে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন প্রতারণার ফাঁদে নিঃস্ব প্রবাসী আফতার চৌধুরী। তিনি সিলেটের সদর উপজেলার বাসিন্দা ও লন্ডন প্রবাসী।

অভিযোগ সূত্রে জানাগেছে, বছর চারেক আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয়। এরপর কথার জালে ফেলে গড়ে উঠে প্রেমের সম্পার্ক। অনিকা কথা দেয় দেশে আসলেই বিবাহ হবে দুজনের। আর বিয়ের প্রলোভন দেখিয়ে নিজেদের ভবিষ্যত করার নামে কয়েক দফায় হাতিয়ে নেওয়া হয় প্রায় ১৫ লক্ষ টাকা।

বলা হয়, এই টাকায় দেশে একটি বিউটি পার্লার ও গরুর খামার করা হবে। তাই ভূক্তভোগী ঐ প্রবাসী সরল বিশ্বাসে মোবাইল ব্যাংকিং বিকাশ ও ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতেন। এছাড়াও আনিকার পরিবারের সকল খরচ বহনের পাশাপাশি প্রতিমাসেই কুরিয়ার যোগে নামি-দামি উপহার সমগ্রী পাঠাতেন লন্ডন থেকে।

কিছুদিন ঐ মেয়ের আচারণ সন্দেহজনক হলে, ভূক্তভোগী পার্লার ও গরুর খামারের ছবি চাইলে ভুয়া ছবি পাঠাতেন। এতে সন্দেহ বাড়তে থাকলে খোঁজ খবর নিলে জানতে পারেন গরুর খামার ও বিউটি পার্লার না করে মিথ্যা কথা বলে তার থেকে টাকা আত্মসাৎ করেছে । এছাড়াও অনিকার একাধিক যুবক ও প্রবাসীর সাথে এমন সম্পার্ক রয়েছে।

এদিকে ভূক্তভোগী ঐ প্রবাসীর বিষয়টি জানতে পাওয়ার পর থেকেই আনিকা তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। যোগাযোগ করা হলে আচারণ পাল্টে ভূক্তভোগী আফতার চৌধুরীকে মামলার হুমকি দেয় অনিকা আক্তার।

প্রবাসী আফতার চৌধুরী জানান, ‘ফেসবুকের মাধ্যমে অনিকার সাথে পরিচয় হয়। তার মিষ্টি মিষ্টি কথায় আমাকে প্রেমের জালে ফেলে এবং আমাকে বিয়ের প্রলোভন দেখায়। এরপর নিজেদের ভবিষ্যত করার নামে আমার নিকট থেকে নগদ সাড়ে ১৪ লক্ষ টাকা, দুইটা মোবাইল, স্বর্নের দুই জোড়া কানের দুল, একটি আংটি ও একটি গলার হার নেয়।

তিনি আরও বলেন, লম্পট ঐ মেয়ে আমার দূর্বলতাকে কাজে লাগিয়ে বিভিন্ন সময় নানা অজুহাতে টাকা নিতে থাকে। সহজ-সরল ভাবে তাকে বিশ্বাস করে আমি আজ নিঃস্ব। আমার প্রবাসে কষ্ট অর্জিত সবকিছু লুটে নেওয়ার পর থেকে সে আমাকে ফেইসবুক, মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপে ব্লক করে রাখে।’

এ ব্যাপারে লন্ডন প্রবাসী আফতার চৌধুরী প্রতারক আনিকা আক্তার ও তার পরিবারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে সাংবাদিকদের জানান।

এ বিষয়ে জানতে চাওয়ার জন্য অভিযুক্ত অনিকার সাথে যোগযোগ করা হলে তিনি বলেন আফতার চৌধুরীর সাথে তার প্রেমের সম্পর্ক ছিল।চার বছর সম্পর্কে তার থেকে মাসে মাসে খরচ নিতেন তবে বিউটিপার্লার ও গরুর খামারের বিষয় বলে টাকা নেওয়ার বিষয়ে অভিযোগ অস্বীকার করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..