পবিত্র মাহে্ রমজান উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ পিরোজপুর জেলা শাখা কর্তৃক ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পাশাপাশি করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। পিরোজপুর জেলা পরিষদ মিলনায়তনে এক দোয়া ও মোনাজাতের মাধ্যমে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ ও সকল প্রকার বিপদ আপদ থেকে দেশ জাতি সুরক্ষায় রাখতে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ পিরোজপুর জেলা শাখার সভাপতি ও নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান।
সংগঠনের সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম সুমন সহ-সভাপতি, এইচ.এম রেজাউল করিম খোকন সহ বঙ্গবন্ধু পরিষদের পিরোজপুর জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply