বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে পিরোজপুর পৌরসভায় নির্বাচন করবেন বারবার নির্বাচিত বর্তমান মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান মালেক।
আজ ২০ ডিসেম্বর (রবিবার) বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদ প্রার্থী আলহাজ্ব মোঃহাবিবুর রহমান মালেক এর পক্ষে মনোনয়ন পত্র জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি,পিরোজপুর ১ আসনের সাবেক সাংসদ,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ.কে.এম.এ আউয়াল।
উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম.এ হাকিম হাওলাদার,সহ-সভাপতি শাহজাহান তালুকদার,উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন স্বপন মল্লিক,সাধারণ সম্পাদক রেজাউল করিম মন্টু সিকদার, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন নান্না পোদ্দার, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরন সহ জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
দলীয় সূত্রে জানা গেছে,গত ১৮ ডিসেম্বর (শুক্রবার) বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।ওই সভায় পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বর্তমান পৌর মেয়র আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান মালেককে দলের চুড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত করা হয়।
প্রসঙ্গত,দ্বিতীয় দফার পৌরসভা নির্বাচন ১৬ জানুয়ারি ২০২১ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
Leave a Reply