ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে আরিফ নামের ২০বছর বয়সী এই ছেলেটি হারিয়ে গিয়েছে। ছেলেটির বাসা পীরগঞ্জ পৌর শহরের মুক্তিযোদ্ধা পাড়া এলাকার, হামিদুলের, ছেলে আরিফ হোসোইন ২০। ছেলেটি পীরগঞ্জ পৌর শহরের পশ্চিম চোরাস্তা বটতলায় রাস্তা সাথে লাগানো বাবা ও মায়ের সাথে দোকান করত। এই ছেলেটি গত ১৫ আগষ্ট সকলে দোকানের আসার পর থেকে নিখোঁজ হয়। এখনো পর্যন্ত সে বাসায় ফিরেনি, এবং নিকট আত্মীয় স্বজনসহ শহরের সমস্ত জায়গাতে তাকে খোঁজ করার পরেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। হারিয়ে যাওয়া আরিফ ছেলেটির গায়ের রং শেমলা। পর্নে রয়েছে, জিন্সের প্যান্ট এবং নীল রংগের সাদা সাদা ফোঁটা রয়েছে। ছেলেটিকে শনাক্ত করার জন্য রয়েছে তার একটি ছবি এবং তার দুই হাতে ৬টি করে ১২ আঙ্গুল ও দুই পায়ে ১১টি আঙ্গুল রয়েছে আর দেখতে বেশ মোটা লম্বা ৫ ফুট ২ ইঞ্চি, যদি কোন ব্যক্তি ছেলেটির ছবি দেখে সন্ধান করতে পারেন বা খোঁজ পেয়ে থাকেন তাহলে দয়া করে অবশ্যই নিচে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। মোবাইল:০১৭৭৬৮২৬৯৬৮।
Leave a Reply