ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। আজ ১৫ আগষ্ট রবিবার সকালে পীরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে পীরগঞ্জ উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড, উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা, শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সাবেক এমপি উপজেলা আ’লীগ সভাপতি ইমদাদুল হক, উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, সহকারী কমিশনার ভুমি কামরুল হাসান সোহাগ, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায়, প্রমুখ বক্তব্য রাখেন।
Leave a Reply