ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১০ মে সোমবার ১০০ জন হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও ২০০ জন মানুষের উপস্থিতিতে নারায়নপুর বায়তুল আমান জামে মসজিদে ইফতার মাহফিলের আয়োজন করেছে নারায়নপুর ইয়াং সোসাইটি [ NYS ]।
বিতরণ অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেনঃ
মোঃ সাইদুর জামান সোহাগ(সিনিয়র সহ-সভাপতি)৬নং ইউনিয়ন আওয়ামী লীগ,মোঃ এনামুল হক(সাধারণ সম্পাদক) স্বাধীনতা শিক্ষক পরিষদ পীরগঞ্জ ঠাকুুরগাঁও,মোঃ রিয়াদ রেজওয়ান(সভাপতি) নারায়নপুর ইয়াং সোসাইটি,মোঃ ইমরান নাজির(সাধারণ সম্পাদক) নারায়নপুর ইয়াং সোসাইটি, মোঃ মোফাস্সের হোসেন(যুগ্ম সাধারণ সম্পাদক) নারায়নপুর ইয়াং সোসাইটি এবং মোঃ মীম হাসান সহ প্রমুুখ।
সোসাইটির সভাপতি মোঃ রিয়াদ রেজওয়ান বলেন, আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে টাকা তুলে ও আমাদের নিজেদের টাকা দিয়ে এ প্রোগ্রামের আয়োজন করেছি।
Leave a Reply