ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ফেয়ার প্রাইজের জাল কার্ডে চাল উত্তোলনের বাঁধা দেয়ায় ফেয়ার প্রাইজ ডিলারকে মারধর করে হত্যার হুমকি দিয়েছে কার্ডধারী আব্দুস সালাম নামে এক ব্যাক্তি।
এতে ফেয়ার প্রাইজ ডিলার ওমর ফারুক হোসাইন কার্ডধারী আব্দুস সালামের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় সাধারন ডাইরী ও আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য দরখাস্ত দিয়েছেন।
টিসিবি ও ফেয়ার প্রাইজ ডিলার ওমর ফারুক হোসাইন তার আবেদনে উল্লেখ করেন, যে গত ৪ নভেম্বর উপজেলার ভোমরাদহ ইউনিয়নের ঘোড়াধাপ জামে মসজিদের সামনে নির্ধারিত স্থানে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ফেয়ার প্রাইজ কার্ডে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করা কালে দুপুর ১টার সময় ভোমরাদহ (সরদার পাড়া) গ্রামের নজিব উদ্দীনের পুত্র আব্দুস সালাম ৪টি জাল কার্ড নিয়ে চাল কিনতে আসে। এসময় তার সন্দেহ হলে সে কার্ড গুলি আটক করে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে জানায়। চাল না পাওয়ায় ও জাল কার্ড প্রদানের জন্য সালাম ডিলার ওমর ফারুককে চাপ দেয়। কিন্তু ডিলার ফারুক জাল কার্ড গুলো ফেরত না দেয়ায় জাল কার্ডধারী সালাম ডিলার ওমর ফারুককে এলোপাথারী চরথাপ্পর ও মারপিট করে এবং তাকে হত্যার হুমকি দেয়। এতে ডিলার ওমর ফারুক নিরুপায় হয়ে গত ১০ নভেম্বর আব্দুস সালামের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় ডিজি করেন।
এ ব্যাপারে মুঠোফোনে আব্দুস সালাম তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, জাল কার্ড নয় সরকারি অনুমোদিত কার্ডেই তিনি চাল উত্তোলন করতে গিয়েছিলেন। এসব তার বিরুদ্ধে সরযন্ত্র মাত্র।
পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় জাল কার্ড দিয়ে চাল উত্তোলনের ঘটনায় থানায় ডিজির সত্যতা স্বীকার করেন।
Leave a Reply