ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে খটসিংগা উচ্চ বিদ্যালয়ে দাতা সদস্য মনোনয়নে অনিয়মের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক দর্প নারায়ণের বিরুদ্ধে।
স্থানীয়রা জানান,প্রধান শিক্ষক দর্প নারায়ন নিজের খেয়াল খুশি মত নিজের পছন্দের ব্যক্তিকে দাতা সদস্য নেয়ার জন্য গুটি কয়েক জনের কাছে ২০হাজার টাকা করে অর্থ আদায় করেন।
সেই এলাকার অনেকেই দাতা সদস্য হওয়ার জন্য টাকা জমা করতে চাইলেও প্রধান শিক্ষক টাকা গ্রহন করতে নারাজ।
এই বিষয়টি নিয়ে সেই এলাকার সাধারণ মানুষের মাঝে বেশ মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
সেই এলাকার আলহাজ্ব ইউসুফ আলী অভিযোগ করে বলেন,
আমি প্রধান শিক্ষক দর্প নারায়নের পছন্দের মানুষ না হওয়ায় অনুদান দেয়ার পরও আমার টাকা ফেরত দেয়া হয়েছে।
সেই সাথে আরও অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানের দাতার দান ব্যাংকের একাউন্টে জমা করার নিয়ম থাকলেও প্রধান শিক্ষক দর্প নারায়ণ নিয়মবহিভূত ভাবে নগত অর্থ গ্রহণ করারও অভিযোগ উঠেছে।
এ বিষয়ে খটসিংগা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দর্প নারায়ন সব অভিযোগ অস্বীকার করে বলেন, সব বৈধ ভাবেই হচ্ছে আলহাজ্ব ইউসুফ আলী নিজেই টাকা ফেরত নিয়েছেন।
এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফুল্লার সাথে মুঠোফোনে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তার কল রিসিভড হয়নি।
Leave a Reply