ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বৈদ্যুতিক হোল্ডার মেরামতের সময় বিদ্যুৎস্পর্শে রাব্বি (১৪) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলার সেনগাঁও ইউনিয়নের ফাসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাব্বি গোদাগাড়ি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র এবং ফাসপাড়া গ্রামের দবিরুল ইসলামের ছেলে। সেনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, রাব্বির প্রতিবেশি রুবেলের বাড়িতে বৈদ্যুতিক সমস্যা দেখা দিলে তা নিরসনের জন্য রাব্বিকে ডেকে নিয়ে যায় রুবেলর বাড়ির লোকজন। রাব্বি রুবেলের বাড়িতে বৈদ্যুতিক হোল্ডার মেরামতের সময় বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে পড়ে। এতে গুরুত্বর অসুস্থ্য হয়ে পড়ে সে। পরে তাঁকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply