ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে আজ (১১ আগষ্ট) বুধবার সকাল ৯ টায় উপজেলা পরিষদ হলরুমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিমের সভাপতিত্বে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আখতারুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহীম খাঁন, পৌর কমান্ডার নুরুজ্জামান, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম,বনিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নওশেদ আলী, প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।
এছাড়াও উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ, উপজেলার বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান,ব্যাংক কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।
১৫ আগস্ট সকাল ৯টায় বঙ্গবন্ধু ম্যুরালে পুস্প মালা অর্পণ ও সকাল ১১ ঘটিকায় দোয়া মাহফিলের আয়োজন করা সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত করা হবে বলে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
Leave a Reply