ঠাকুরগাও জেলার পীরগঞ্জ উপজেলায় বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস মোকাবেলা সহ এ উপজেলার জরুরী রোগীদের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাক্তিগত উদ্যোগে আটটি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে।
আজ ( ১৭ জুন) বৃহস্পতিবার দুপুরে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল জব্বারের কাছে আনুষ্ঠানিক ভাবে এসব সিলিন্ডার হস্তান্তর করেছেন পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক ও বিশিষ্ঠ ব্যবসায়ী হাবিবুর রহমান নান্নু।
এসময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইমদাদুল হক, সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, জুনিয়র কনসালটেন্ট (গাইনী) ডাঃ নজরুল ইসলাম, মেডিকল অফিসার ডাঃ জান্নাতুন ফেরদৌস, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক এন কে রানা, আ’লীগ নেতা আরশাদ হোসেন বাবু প্রমুখ।
Leave a Reply