ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ জগথা রেলক্রসিংয়ের সময় ঢাকা গামী পঞ্চগড় থেকে ছেড়ে আসা ৭৫৮ আপ দ্রুতযান এক্সপ্রেস পীরগঞ্জ প্রবেশ করার সময় অরক্ষিত জগতা লেভেল ক্রসিং এর সময় সাড়ে ৯ টাই ট্রেন-মোটরসাইকেল সংঘর্ষ হয় এই সময় দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়। ৬৫০১ ইঞ্জিনের সামনের চাকায় মোটরসাইকেলটি আটকে যায়। নিহত ২ জনের পরিচয় হলোঃ (১)-মৃত কলিম উদ্দীনের ছেলে, মোঃ সোবাহান (৬৫) গ্রামঃ আচকা হাজীপাড়া, থানা, ঠাকুরগাঁও, জেলা,ঠাকুরগাঁও,((২) মৃত দরসানের ছেলে, এডভোকেট মোঃ রুহল আমিন, জেলা দায়রা জর্জ কোট ঠাকুরগাঁও, গ্রাম, দেওগা মালদা। জেলা জর্জ আদালত ঠাকুরগাঁও।
ঘটনাস্থলে একটি পুলিশ ফোর্স গিয়ে তাদের ময়নাতদন্তে নিয়ে যায়। এসময় উপস্থিত ছিলেন দায়রা জর্জ, ও জেলা পুলিশ সুপার, নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহি অফিসার পীরগঞ্জ থানার ওসি ও সঙ্গী ফোর্স সহকারে।
Leave a Reply