পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ঝিনাইগাতী (পুসাজ)_এর উদ্যোগে ঝিনাইগাতী উপজেলা হতে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ ও বার্ষিক পুনর্মিলনীর আয়োজন করা হয়৷ গতকাল ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) উপজেলা সদরে অবস্থিত মিল মালিক ও খাদ্য ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির হলরুমে আয়োজিত হয় এই অনুষ্ঠান।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি তাদের অভিভাবকদেরও ফুল দিয়ে সম্মাননা জানানো হয়৷ সেই সাথে সংগঠনের সবাইকে টিশার্ট প্রদান, ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান, প্রতিষ্ঠানকালীন কমিটির সভাপতি জয়নাল আবেদীন জিহান ও সাধারণ সম্পাদক সজীব আহমেদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো: মুস্তাফিজুর রহমান, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ ন ম মোফাখখারুল ইসলাম, শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, শিকড় ঝিনাইগাতীর সভাপতি মো: আব্দুল আউয়াল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক লোকমান কবীর, চৌধুরী ছবরুন্নেসা মহিলা কলেজের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মুখলেছুর রহমান মুকিত, বাপেক্সের ডেপুটি ম্যানেজার হাসান আলী, স্বেচ্ছাসেবী সংগঠন ডপসের প্রতিষ্ঠাতা পরিচালক শাহীন মিয়া, ZIC-Rupsha Zone, Sr. Manager (Tech-Fish) মাহমুদুল হাসান (রাতুল), জনতা ব্যাংক পিএলসি ঝিনাইগাতী শাখার প্রিন্সিপাল অফিসার এ কে এম সাজেদুল ইসলাম, প্রাইম ইউনিভার্সিটির প্রভাষক মাহফুজ খান এবং প্রশাখার সাবেক সভাপতি মো. হাফিজুর রহমান হাফিজসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাবেক শিক্ষার্থীরা।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন ঝিনাইগাতীর তিনটি কলেজের অধ্যক্ষ মহোদয়গণ। সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো: শহিদুল ইসলাম, ঝিনাইগাতী আদর্শ মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: নজরুল ইসলাম, আলহাজ্ব শফিউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সারোয়ার আলম।
সংগঠনের সভাপতি নাজমুল হাসানের সভাপতিত্বে এবং জাহিদ হাসান ও জয়নাল আবেদীন জিহানের সঞ্চালনায় সাধারণ সম্পাদক নাজমুস সাদাত জিমের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরবর্তীতে বিদেশে উচ্চশিক্ষার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ড. মুস্তাফিজুর রহমান। কো-কারিকুলার অ্যাকটিভিটিসের গুরুত্ব নিয়ে দিকনির্দেশনামূলক কথা বলেন উপদেষ্টা হাসান আলী। এছাড়াও অন্যান্য অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। বক্তারা তাদের বক্তব্যে ঝিনাইগাতী উপজেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন৷
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের সংগঠনের পক্ষ থেকে শেরপুর জেলার ভৌগলিক নির্দেশক (জিআই) পণ্য তুলশীমালা চাল উপহার দেওয়া হয়।
উল্লেখ্য পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ঝিনাইগাতী (পুসাজ) ঝিনাইগাতী উপজেলার বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। উপজেলায় শিক্ষার মানোন্নয়নে সহযোগিতা করার পাশাপাশি উচ্চশিক্ষায় ঝিনাইগাতী উপজেলাবাসীর আগ্রহ ও সচেতনতা বৃদ্ধিতে কাজ করে থাকে এই সংগঠনটি।
Leave a Reply