কক্সবাজারের পেকুয়ায় ভাবিকে পিটিয়ে হত্যার প্রধান আসামি আলী আহমদকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোর ৬টার দিকে রামু উপজেলার জুয়ারিয়ানালা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আলী আহমদ রাজাখালী ইউনিয়নের মাতবরপাড়া এলাকার মৃত.পেঠান আলীর ছেলে।
পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানায়, হত্যাকান্ডের পর পালিয়ে যায় প্রধান আসামি আলী আহমদ। তথ্য প্রযুক্তির সহায়তায় প্রায় ৬ ঘন্টার রুদ্ধশ্বাস অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। হত্যাকান্ডের ১১দিনের মধ্যে প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। ধৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রসঙ্গত,পেকুয়ার রাজাখালী ইউনিয়নের মাতবরপাড়ায় বসতবাড়ির দেওয়াল নির্মাণের জেরে গেল ২৫ মে কহিনুর আক্তার (৪২) নামের এক নারীকে হাতুড়ি দিয়ে নির্দয় পিটিয়ে হত্যা করে আলী আহমদসহ আরো কয়েকজন। ঘটনার পরপরেই পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত আলী আহমদের স্ত্রী হুমায়রা বেগম নামের এক নারীকে আটক করে। আলী আহমদ ও কহিনুর সম্পর্কে তারা দেবর ভাবী।
Leave a Reply