কক্সবাজারের পেকুয়ায় জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদির গায়েবানা জানাজা শেষে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে ওসিসহ ১৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার বারবাকিয়া বাজারে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হামলায় আহতরা হলেন, পেকুয়া থানার ওসি মোহাম্মদ ওমর হায়দার, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য, উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহিনুল ইসলাম, অমর চন্দ্র বিশ্বাস, মফিজুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জসিম উদ্দিন, কনস্টেবল আরিফুল ইসলাম ভূঁইয়া, প্রদীপ কুমার দে, মো. সবুর মিয়া, রবি উল্লাহ, ইমরান হোসেন, রামকৃষ্ণ দাশ, তৌহিদুল ইসলাম, রিপন মিয়া, রিয়াজুল ইসলাম। এদের মধ্যে এসআই শাহিনুল ইসলামের হাত ও অমর চন্দ্র বিশ্বাসের পায়ে আঘাত গুরুতর।
পুলিশ সূত্রে জানা গেছে, পেকুয়ার বারবাকিয়া বাজারে মাওলানা দেলোয়ার হোছাইন সাঈদীর গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। আইনশৃঙ্খলা রক্ষা করতে পুলিশের একটি টহল টিম বাজারে উপস্থিত ছিল। নামাজ শেষে আগত মুসল্লিরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান ওসি। এ সময় আগত অন্য মুসল্লিরা জড়ো হয়ে পুলিশের ওপর হামলা করে। এতে ওসিসহ ১৫ জন পুলিশ আহত হন।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার বলেন, ‘বারবাকিয়া বাজারে দেলাওয়ার হোছাইন সাঈদীর গায়েবানা জানাজার নামাজ শেষে পুলিশের ওপর হামলা করে মুসল্লিরা। এতে আমিসহ ১৫ জন পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply