৩রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে পেকুয়া উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি এম.আজম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম।
অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সহসভাপতি সাইফুদ্দীন খালেদ, উজানটিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি নুরুল আবছার, আওয়ামী লীগ নেতা জিয়াবুল হক জিকু, তরুন আইনজীবী এড় রাশেদুল কবির, কৃষক লীগ সভাপতি শহিদুল ইসলাম শাহেদ, উপজেলা ছাত্রলীগ যুৃগ্ন সম্পাদক আমিনুর রশিদ, প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আবুল কাশেম বলেন, সেদিন জাতীয় চার নেতা হত্যার মধ্য দিয়ে বাংলাদেশে আরো একটি কলঙ্কিত অধ্যায়ের জন্ম হয়েছিলো৷ জাতি হারিয়েছে দেশের সূর্য সন্তানদের৷ আজকের দিনে তাদের গভীর শ্রদ্ধাভারে স্মরণ করছি৷
এদিকে আলোচনা সভা শেষে পেকুয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মৌলানা আকতার আহমেদ জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
Leave a Reply