পেকুয়া সদর নন্দীর পাড়া থেকে কাঁকড়ার বস্তা তল্লাশী করে সাড়ে ৪ হাজার ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পেকুয়া থানা পুলিশ।
জানা যায়, পেকুয়া থানার এসআই নাদির শাহ, এসআই নাজমুলসহ একদল পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করে। পেকুয়া সদরের নন্দীর পাড়া স্টেশন সংলগ্ন এলাকা থেকে সন্ধ্যা সাড়ে ৬টায় ইয়াবা পাচারকারীদের আটক করে থানায় নিয়ে আসা হয়।
এ সময় আটককৃতদের ভাস্যমতে একজন চকরিয়া উপজেলাস্থ ঈদমনি এলাকার আলী আহমদের ছেলে নাসির ও অপরজন বটতলি এলাকার নুরুল আমিনের ছেলে হান্নান বলে জানা গেছে।
এবিষয়ে পেকুয়া থানার ওসি (তদন্ত) কানন সরকার বলেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে ইয়াবা পাচার করে আসছে। অবশেষ গোপন সংবাদে এসআই নাদির শাহ, এসআই নাজমুলসহ একদল ফোর্স নিয়ে তাদের তল্লাসির পর ইয়াবাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা নিয়ে আদালতে সপোর্দ করা কবে।
Leave a Reply