পার্বত্য খাগড়াছড়ি পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী।
বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরীকে দলের চূড়ান্ত প্রার্থী মনোনীত করা হয়।
এ প্রসঙ্গে নির্মলেন্দু চৌধুরী বলেন, দলীয় মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি মন্ত্রী, জেলা ও উপজেলা আওয়ামী লীগের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
প্রসঙ্গত, দ্বিতীয় ধাপের পৌর নির্বাচন আগামী ১৬ জানুয়ারি ২০২১ ইং তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
Leave a Reply