“গুচ্ছগ্রামে দেওয়া হয়েছে পঁচা গম, ভয়ে মুখ খোলছেনা কেউ” শিরোনামে গত ২৩ সেপ্টেম্বর bd24live.com ওয়েব পোর্টালে এবং “পানছড়ির বাঙালি গুচ্ছগ্রামে দেয়া হলো ২১ টন পচা গম” শিরোনামে গত ২৪ সেপ্টেম্বর মানবজমিন পত্রিকায় দুটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন পানছড়ি গুচ্ছগ্রামের প্রকল্প চেয়ারম্যানগন।
প্রকল্প চেয়ারম্যানগণ প্রতিবাদ জানিয়ে বলেন; “গুচ্ছগ্রামে দেওয়া হয়েছে পঁচা গম, ভয়ে মুখ খোলছেনা কেউ” শিরোনামে গত ২৩ সেপ্টেম্বর bd24live.com ওয়েব পোর্টালে এবং “পানছড়ির বাঙালি গুচ্ছগ্রামে দেয়া হলো ২১ টন পচা গম” শিরোনামে গত ২৪ সেপ্টেম্বর মানবজমিন পত্রিকায় দুটি সংবাদ প্রকাশিত হয়। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক। শিরোনামে প্রকাশিত এমন কোন ঘটনা আমাদের রেশন বিতরণের কাউন্টারে ঘটেনি। কোন গুচ্ছগ্রামেই পঁচা গম বিতরণ করা হয়নি। তাছাড়া প্রকাশিত সংবাদে যে পচা গমের ছবি দেয়া হয়েছে সেটিও গুগল থেকে সংগ্রহ করা।
প্রকল্প চেয়ারম্যানরা আরো বলেন; আমরা ভালো গম বিতরণ করেছি। পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিটি গুচ্ছগ্রামের কাউন্টারে গিয়েছেন এবং প্রতিটি কাউন্টারেই সরকারি কর্মকর্তার উপস্থিতিতেই খাদ্য শস্য বিতরণ করা হয়েছে।
একটি মহল সংবাদকর্মীদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদটি প্রকাশে সহযোগিতা করেছে। আমরা প্রকাশিত এসব সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
Leave a Reply