কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্নাতক (সম্মান) ২০২১-২২ সেশনের ১ম বর্ষের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রোববার (১৬ অক্টোবর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে।
গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে দেশের ২৬তম বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ সেশনে শিক্ষার্থীদের ভর্তি করা হবে। গুচ্ছ ভর্তি পরীক্ষায় ৩০ নম্বর পেয়ে উত্তীর্ণ সকল বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মোট ৬ টি অনুষদের (বিজ্ঞান, প্রকৌশল, কলা, সামাজিক বিজ্ঞান, আইন, ব্যবসায় শিক্ষা) মোট ১৯টি বিভাগে (বাংলা, ইংরেজি, গণযোগাযোগ ও সাংবাদিকতা, অর্থনীতি, নৃবিজ্ঞান, প্রত্নতত্ত্ব, লোক প্রশাসন, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, পরিসংখ্যান, ফার্মেসী, কম্পিউটার সায়েন্সেস এন্ড ইঞ্জিনিয়ারিং, আইসিটি, ম্যানেজমেন্ট স্টাডিজ, ফিন্যান্স এন্ড ব্যাংকিং, ব্যবস্থাপনা, একাউন্টটিং এন্ড ইনফlরমেশন সিস্টেম) ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা ১৭ অক্টোবর থেকে ২৭ অক্টোবর ২০২২ পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন করতে পারবেন।প্রতিটি বিভাগের জন্য ৫০০ টাকা আবেদন ফি নির্ধারণ। “https://www.couadmission.com” ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের মোট আসন সংখ্যা: ১০৪০ টি; যার মধ্যে ‘এ’ ইউনিটে আসন সংখ্যা: ৩৫০টি; ‘বি’ ইউনিটে আসন সংখ্যা: ৪৫০টি; ‘সি’ ইউনিটে আসন সংখ্যা: ২৪০টি।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরকে শুভকামনা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আব্দুল মঈন।
Leave a Reply