গত ১৫ আগস্টে ‘প্রজেক্ট হাসিমুখ‘ বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করে। জামালপুর জেলার ইসলামপুর উপজেলাস্থ চর এলাকার বন্যায় কবলিত দুস্থদের মাঝে তারা এই ত্রাণ বিতরণ করেন । সেখানে প্রায় ১৫০ পরিবারের সদস্যদের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে। তাদের এই সাহায্য বন্যা ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্য অতি সামান্য বলে জানান স্বেচ্ছাসেবীরা। তাদের আরো সাহায্যের প্রয়োজন জানিয়ে ত্রাণ বিতরণে অংশ নেয়া স্বেচ্ছাসেবীরা বলেন,” আমাদের সকলের উচিৎ সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসা।আমাদের সাহায্য করেছে সুকর্ম ফাউন্ডেশন।অন্যদের কাছেও অনুরোধ এগিয়ে আসার জন্য।”
প্রজেক্ট হাসিমুখের পরবর্তি সাহায্য দেওয়ার পরিকল্পনায় তারা যাচ্ছে উত্তরবঙ্গের কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলায় বন্যায় কবলিত মানুষদের মাঝে। প্রজেক্ট হাসিমুখের একজন মুখপাত্র ওমর ফারুক সোহান বলেন,”আমাদের সকলের সহায়তায় তাদের দুর্ভোগ কমানো সম্ভব।” তারা আরো বলেন পরবর্তীতে আরো বন্যা দূর্গতদের তারা সাহায্য করবে।
Leave a Reply