টাংগাইলের ঘাটাইল উপজেলার মজমপুর গ্রামে জমি বিরোধের রেশ ধরে কুঠারের আঘাতে ইউসুফ আলী নামের একজনের মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ ফেব্রুয়ারী) বিকেলে ঘাতক আনোয়ারের কুঠার আঘাতে নিহত হন কৃষক ইউসুফ আলী।
নিহত ইউসুফ আলীর বাড়ির আঙ্গিনায় আনোয়ার হোসেন রাস্তা কাটতে গেলে তিনি(ইউসুফ আলী) বাঁধা প্রদান করেন। কিন্তু ইউসুফ আলীর নিষেধ উপেক্ষা করে তারা কাজ চালিয়ে যেতে থাকে। প্রথম পর্যায়ে হাতাহাতি। একপর্যায়ে ঘটনা অন্যদিকে মোড় নেয়,ঘাত পাল্টা আঘাত। ঘটনার শেষ পর্যায়ে আনোয়ার ইউসুফ আলীকে কুঠার দিয়ে আঘাত করে। এবং ইউসুফ আলী গুরুতর আঘাতে মাটিতে ধরাশায়ী হয়।
আহত ইউসুফ আলীকে ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আব্দুর রশীদ ভূঁইয়া তাকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসীর দাবী, প্রতিবেশী আনোয়ার, মজিবর, মোস্তফা এবং তার স্ত্রী রেশমার সাথে মাটি খোড়া নিয়ে ঝগড়া হয়। এবং উভয় পক্ষের ৪ জন আহত হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুল আলম বলেন, ‘মামলা দায়েরের প্রস্তুতি এবং এ ঘটনার প্রাথমিক তদন্ত চলছে। লাঠি কিংবা অন্যকোন কিছুর আঘাতে তার মৃত্যু হতে পারে। তদন্ত শেষে এর সুষ্ঠু বিচার হবে।
উল্লেখ্য, প্রতিপক্ষের আঘাতে নিহত ইউসুফ আলী একই গ্রামের নষ্কর আলীর সন্তান।
Leave a Reply