ইসলামী বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আবেদন কারী শিক্ষার্থীদের সংখ্যা ছিলো ৭ হাজার ৮৪ জন। এতে প্রায় শতভাগ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে বলে এক সূত্রে জানা গেছে।
পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার হলগুলো পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এ সময় তার সঙ্গে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন, এ ইউনিটের সমন্বয়কারী, বিভিন্ন অনুষদের ডিন ও রেজিস্ট্রার (ভারঃ) মু. আতাউর রহমান প্রমুখ।
Leave a Reply