জাতীয় সংসদে গিয়ে প্রথমবারের মতো বক্তব্য দিয়েছেন ঢাকা-৭ (চকবাজার -লালবাগ -বংশাল-ধানমন্ডির একাংশ ) আসনের আওয়ামীলীগের মনোনীত সংসদ সদস্য হাজী সেলিমের পুত্র সোলায়মান সেলিম। বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি বক্তব্য রাখেন।
সোলায়মান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর আস্থা ও পুরান ঢাকাবাসীর বিশ্বাস -ভালোবাসায় আমাকে এই জাতীয় সংসদে আসার সুযোগ করে দিয়েছেন। এই সংসদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও পুরান ঢাকা বাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই। সেই সাথে আমার রাজনৈতিক নেতা পুরান ঢাকার গণমানুষের নেতা ও প্রধানমন্ত্রীর আস্থাভাজন হাজী মোহাম্মদ সেলিমকে আমার বিশেষ কৃতজ্ঞতা। তার হাত ধরেই ১/১১ এ আমার প্রথম রাজনীতির মাঠে আসা। তার শারীরিক অসুস্থতার জন্য তিনি কথা বলতে না পারলেও তিনি দুটি শব্দ সব সময় উচ্চারণ করেন আল্লাহ এবং আপা। তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসাবে কাজ করেছেন। আমিও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সকল সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী জনগণের পাশে ও স্মার্ট বাংলাদেশ নির্মাণে কাজ করব। তিনি বলেন, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। এই বক্তব্যকে টেবিল চাপড়ে স্বাগত জানান অন্য সংসদ সদস্যরা।
Leave a Reply