প্রথমবারের মত স্থায়ী রেজিস্ট্রার পেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এর আগে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার একযুগ পেরোলে ও কখনো স্থায়ী রেজিস্ট্রার ছিল না বিশ্ববিদ্যালয়টিতে।
নতুন নিয়োগ কৃত স্থায়ী রেজিস্ট্রার হলেন দলিলুর রহমান। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ডেপুটি রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (১৩ই অক্টোবর) রেজিস্ট্রার হিসেবে দলিলুর রহমান দায়িত্ব গ্রহণ করেন। এসময়, বশেমুরবিপ্রবি প্রেসক্লাব, কর্মকর্তা, কর্মচারী সমিতি সহ অন্যান্য ব্যক্তিবর্গ তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
বিশ্ববিদ্যালয়টিতে বিভিন্ন সময় খণ্ডকালীন ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দিয়ে চললেও প্রথম স্থায়ী রেজিস্ট্রার পাওয়ায় খুশি ও আনন্দিত বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নবনিযুক্ত রেজিস্ট্রার। তিনি বলেন, বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে যা যা করা দরকার প্রশাসনের সবাইকে সাথে নিয়ে সেসব করতে চাই। আশা করি সবাই সবার জায়গা থেকে সহযোগিতা করবে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply