চীনের হুবেই প্রদেশের উহান শহরেই প্রথম করোনা ভাইরাস তথা কোভিড-১৯ এর সন্ধান পাওয়া যায়। গত বছরের ৩১ ডিসেম্বর করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে উহানে। উহান থেকেই প্রাণঘাতী এই ভাইরাস ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। তবে উহানে নতুন করে সংক্রমণ নেই অনেক দিন ধরে। তাই আগামী মঙ্গলবার থেকে উহানের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে।শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন উহানের কর্তৃপক্ষ।
সোমবার থেকে উহান বিশ্ববিদ্যালয় এবং মঙ্গলবার থেকে উহানের সকল স্কুল ও কিন্ডারগার্টেন স্কুলগুলো খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
প্রায় ৩ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের শহর উহানে প্রায় ১৪ লাখ শিক্ষার্থী রয়েছে।
স্থানীয় সরকার থেকে শিক্ষার্থীদের মাস্ক ব্যবহার ও সম্ভব হলে গণপরিবহন এড়িয়ে চলার বিষয়ে তাগিদ দেয়া হয়েছে। এছাড়া জনসমাবেশ না ঘটাতে ও প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে উহান প্রশাসন।
Leave a Reply