আজ ২৩ মে সোমবার পাবনা ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করায় বাংলাদেশ ছাত্রলীগ, পাবিপ্রবি শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। ক্যাম্পাসের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ওয়াজেদ মিয়া ভবনে গিয়ে শেষ হয়।
এ সময় উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পাবিপ্রবি শাখা ছাত্রলীগের সকল স্তরে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পাবিপ্রবি ছাত্রলীগের সদ্য সাবেক সহ-সভাপতি মাহমুদুল হাসান, ছাত্রদলের প্রতি হুশিয়ারি দিয়ে বলেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা কে নিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক (অছাত্র, যাদের ছাত্রত্তের বালাই নেই) যে বক্তব্য দিয়েছে তা ধৃষ্টতাপূর্ণ এবং শিষ্টাচারবহির্ভূত। তার অবান্তর বক্তব্য দ্রুত প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে, ক্ষমা না চাইলে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি নেতা কর্মী এর দাঁত ভাঙা জবাব দিবে।তিনি বলেন আমরা কারো নির্দেশের অপেক্ষা করবো না,আমরা বাংলাদেশের প্রশ্নে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রশ্নে,মাননীয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রশ্নে আপোষহীন।
এ সময় পাবিপ্রবি ছাত্রলীগের সদ্য বিদায়ী যুগ্ন সাধারণ সম্পাদক হামিদুর রহমান শামীম জানান, ছাত্রদলের সাধারণ সম্পাদক কুলাঙ্গার জুয়েলের মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কুটুক্তিপূর্ণ মন্তব্য করায় আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। বাংলাদেশ ছাত্রলীগের একমাত্র অভিভাবক দেশরত্ন শেখ হাসিনার বিষয়ে কোন আপোষ চলবে না।স্বাধীনতা বিরোধী যেকোন অপশক্তি মোকাবেলায়,দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমরা পাবিপ্রবি শাখা ছাত্রলীগ সর্বদা প্রস্তুত।আর অতি দ্রুত কুলাঙ্গার জুয়েলের জাতির কাছে ক্ষমা চাইতে হবে এবং প্রশাসনের কাছে উপযুক্ত শাস্তির ব্যবস্থা চাই।
Leave a Reply