আগামী ৭ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার আসছেন। দলীয় সভাপতির শুভ আগমন উপলক্ষে বিশাল জনসমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ চকরিয়া উপজেলার আয়োজনে প্রস্তুতি সভা করা হয়। আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকাল ৩ টায় এরিস্টো ডাইন রেষ্টুরেন্টে উপজেলা ছাত্রলীগের সভাপতি আরহান মাহামুদ রুবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকিত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি (কক্সবাজার ০১) আসনের সাংসদ জাফর আলম এমপি। প্রস্তুতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু মুসা। প্রধান অতিথির বক্তব্যে এমপি জাফর বলেন; মাননীয় প্রধানমন্ত্রীর কক্সবাজার আগমনে চকরিয়া উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদেরা বিশাল জনসমুদ্র নিয়ে সমাবেশ স্থলে হাজির হবে। চকরিয়া উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দরা তারই ধারাবাহিকতায় উপস্থিত হয়ে আগামী (৭ ডিসেম্বর) জনসভা কে সফল ও স্বার্থক করবে এই আশা রাখি। সভাপতির বক্তব্যে আরহান মাহামুদ রুবেল বলেন, আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন কে সামনে রেখে। চকরিয়ার প্রত্যেকটি ইউনিটে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে তৃণমূলে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে। আগামী ৭ ই ডিসেম্বর জননেত্রী শেখ হাসিনার কক্সবাজার আগমন সফল করতে চকরিয়া উপজেলা ছাত্রলীগের প্রতিটি ইউনিটকে সাংগঠনিকভাবে সক্রিয় করতে আমরা আজ প্রস্তুতি সভা করেছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বরণ করতে আমরা কক্সবাজার জেলা ছাত্রলীগের নেতৃত্বে চকরিয়া উপজেলা ছাত্রলীগ প্রস্তুত রয়েছি।
Leave a Reply