আগামী ২৪শে নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যশোরে আগমন ও জনসভা সফল করার লক্ষে যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মেয়র আশরাফুল আলম লিটনের নির্দেশনায় বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে বাগআঁচড়া জিবলীতলা আওয়ামী যুবলীগের কার্যালয়ে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান।
বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ডাঃ সাধন কুমার গোস্বামীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে মধ্যে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা কালু মিয়া, শাহাজান কবির বিশ্বাস, আঃ রাজ্জাক গাজী, আঃ রফিক, কামরুল ইসলাম মেম্বার, ডাঃ আলী হোসেন, মিকাইল হোসেন, যুবলীগ নেতা নুরুল ইসলাম, আরিফ হাবিব, ফারুক হোসেন বিশ্বাস, টুটুল বিশ্বাস, জুয়েল রানা সহ আওয়ামী লীগের নেতা ও কর্মী বৃন্দ।
Leave a Reply