ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নে প্রশাসন’কে উপেক্ষা করে কামালপুর ও বিলকাদা ঘাটে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করা হচ্ছে।এ দিকে সরজমিনে গিয়ে দেখা যায় ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও চর থেকে অবৈধ ভাবে ভ্যাকু দিয়ে মাটি উত্তোলন করা হচ্ছে।এতে ঐ এলাকার নদীর পাশ দিয়ে রাস্তা, ফসলী জমি,বসবাস কারীরা নদীর গর্ভে বিলীন হয়ে মারাত্নক ক্ষতির সম্মুখীন হতে পারে।স্থানীয় সূত্রে জানা যায়,লক্ষীকুন্ডা ইউনিয়নে প্রশাসনের একাধিক বার অভিযান পরিচালনা করে আসলেও এই দুই ঘাটটি দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছে।শুকনো মৌসুমে অবৈধভাবে মাটি কেটে থাকে,যা পরিবেশের উপর মারাত্নক ক্ষতি করছে।তারা আরো বলেন প্রশাসন’কে উপেক্ষা করে সরকারি নির্দেশনা অমান্য করে কিভাবে তারা অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করছে তা নিয়ে স্থানীয় মানুষদের প্রশ্ন উঠেছে।এছাড়া স্থানীয় সূত্রে আর ও জানা যায়,লক্ষীকুন্ডা ইউনিয়নে কামালপুরে সান্টু ঘাটে,সান্টু প্রামানিক (পিতা ওমমেদ প্রামানিক),তুতুল প্রামানিক (পিতা মৃত জনাব আলী প্রামানিক),শরিফ প্রামানিক (পিতা খালেক আলী প্রামানিক), বিলকাদা ঘাটে জাইদুল প্রামানিক (পিতা রশিদ প্রামানিক), আতুল প্রামানিক (পিতা মৃত জনাব আলী প্রামানিক),খোকন প্রামানিক ( পিতা ওয়াহেদ আলী প্রামানিক) দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু ও শুকনো মৌসুমে নদীর চর থেকে মাটি উত্তোলন করে থাকে।
এ বিষয়ে জানতে চাইলে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির জানান,আমাদের অভিযান অব্যাহত আছে,আমরা আরো অভিযান পরিচালনা করবো এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।
এ বিষয়ে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা পি.এম ইমরুল কায়েস বলেন ,আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি।উল্লেখ্য সাম্প্রতিক সময়ে প্রশাসনের উদ্যোগে একাধিক ঘাটে অভিযান পরিচালনা করে কয়েক দফায় অবৈধভাবে উত্তোলিত মাটির ড্রাম ট্রাক আটক করে মামলা দায়ের করা হয়।
Leave a Reply