এ যেন সড়ক দুর্ঘটনা’ র এক প্রতিযোগিতা শুরু হয়েছে।গোপালগঞ্জ, ফরিদপুর পাশাপাশি দুই জেলাতেই প্রায় প্রতিদিন’ই ঘটছে ভয়ানক সড়ক দুর্ঘটনা।
আজ বুধবার (২০ জানুয়ারি, ২০২১) ফরিদপুরের ভাঙ্গা উপজেলা’য় ঢাকা থেকে বরিশালগামী “দুরন্ত পরিবহনে’র” একটা বাস ভাঙ্গা টোল প্লাজার সাথে ধাক্কা লেগে উল্টে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩ জন যাত্রী নিহত হয়েছে এবং আহত হয়েছে ১২ জন।আহতদের গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতলে নেওয়া হয়েছে।
পরবর্তীতে পুলিশ এবং ফায়ার সার্ভিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে।এই সড়ক দুর্ঘটনার ব্যাপারে জানতে চাইলে, ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।তাদের সবাইকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতলে পাঠানো হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গিয়েছে, টোলের লেন অতিরিক্ত চাপা এবং মহাসড়কে গাড়ি গুলো মাত্রাধিক গতিতে চলাচল করে। এজন্যই এই দুর্ঘটনা ঘটেছে।
Leave a Reply