ফরিদপুর গড়াই নদীর বালু মহলের উপর হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্বেও মানছেন না এডভোকেট শাখারুল ইসলাম সাকিল। তিনি দেশের আইন কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কয়েক বছর ধরে, ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালীর মসলন্দপুর বালু মহল থেকে কোটি কোটি টাকার বালু উত্তোলন করে আসছেন। ফরিদপুরের মসলন্দপুর বালু মহল টি দীর্ঘদিন ইজারা নিয়ে আসছিলো, ফরিদপুরের ইজারাদার মোঃ সিরাজুল আলম। গোপন সূত্রে জানা জানা যায়, মাগুরা জেলার রাজধরপুর বালু মহলটি’তে বিশেষ ক্ষমতাধর ব্যক্তির আশীর্বাদ থাকায় প্রতিবছর ইজারা পেয়ে থাকে,এডভোকেট শাখারুলু ইসলাম সাকিল।এবিষয়ে শাখারুল ইসলাম সাকিলের কাছে মুঠোফোনের মাধ্যমে জানতে চাইলে তার ফোনটি বার বার বন্ধ পাওয়া যায়। তবে মসলন্দপুরের সাবেক ইজারাদার মোঃ সিরাজুল আলম, ফরিদপুর মসলন্দপুর বালু মহলটি’ ২০১৯ সালে ইজারা নিয়ে সরকারের রাজস্ব শাখায় ৭৫% টাকা জমাদেন। এবিষয় সিরাজুল আলম ফরিদপুর জেলা প্রশাসক ও প্রেসক্লাবে কয়েকবার অভিযোগ করলেও থামাতে পারেননি অবৈধ বালু উত্তোলন করা। এবিষয়ে মধুখালী উপজেলা নির্বাহী অফিসার আশিকুর রহমান চৌধুরী বলেন, এইতো কয়েকদিন আগেও মসলন্দপুর বালু উত্তোলনের বিষয়ে অবৈধ ড্রেজার পুরিয়েছি। ফের যদি কেউ মসলন্দপুর বালু মহল থেকে বালু উত্তোলন করে থাকে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
Leave a Reply