ফরিদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার এর উদ্বোধন করেন।
অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন, করিম গ্রুপের পরিচালক জাহাঙ্গীর মিয়া, উপসহকারী পরিচালক শিপলু আহমেদ, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী পরিচালক নজরুল ইসলাম খান।সভায় বক্তারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন।এর পূর্বে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান শুরু হয়।অনুষ্ঠানের শেষ পর্বে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর বিভিন্ন ধরনের অগ্নিনির্বাপক যন্ত্রের বা ইকুইপমেন্ট প্রদর্শন করা হয়।অনুষ্ঠানের সঞ্চালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক তানভির আহমেদ।
০৪.১১.২০২১
শিতাংশু ভৌমিক অংকুর
ফরিদপুর প্রতিনিধি
মোবাইল: ০১৭৮৪৭১৯৮৯৮
ইমেইল:shitanshu2020@gmail.com
Leave a Reply