আজ(১২জুন) সকাল ১০ টায় ফরিদপুরের স্টেশন বাজার এলাকায় ফরিদপুর জেলা যুব ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে এক কর্মী সভার মধ্য দিয়ে ফরিদপুর জেলা যুব ইউনিয়নের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।
উক্ত কর্মী সভার সভাপতিত্ব করেন মামুন আর রশিদ ও সঞ্চালনা করেন শাহাদাত শাওন। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাফিজ আদনান রিয়াদ, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান জুয়েল ও বর্তমান কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার ও সাবেক ফরিদপুর যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক অজিৎ বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দ । এসময় যুব নেতারা বাংলাদেশের সার্বিক অবস্থা ও যুব সমাজের নানাবিধি সংকট নিরসনে যুব ইউনিয়নের করনীয় ও লড়াই সংগ্রাম নিয়ে আলোচনা করেন।
উক্ত সভায় আগামী ৩১ জুলাইর মধ্যে ফরিদপুর জেলা যুব ইউনিয়নের সম্মেলন সম্পূর্ণ করার সিন্ধান্ত হয়। তার ধারাবাহিকতায় অজিত কুমার বিশ্বাসকে চেয়ারম্যান ও শাহাদাত শাওনকে আহবায়ক করে ৪১ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি করা হয়।
Leave a Reply